Skip to content Skip to sidebar Skip to footer

হাতের নখ সুন্দর করার ২০ টি যাদুকরী টিপস- Nails Beautify

 

nails-beautify
Image: Nails Beautify 

নখ হলো শরীরের একটি অঙ্গ যার সৌন্দর্যের কারণে হাত বা পা দেখতে খুব ভালো লাগে। একজন ছেলে বা মেয়ের সৌন্দর্য বাড়িয়ে তুলে তার হাতের বা পায়ের নখ। যার হাতের নখ দেখতে খুব সুন্দর তার প্রতি একটু ক্রাশ খাওয়াটা স্বাভাবিক। 

হাতের নখ সুন্দর করার আশ্চর্যজনক টিপস 

ত্বকের পাশাপাশি রেগুলার হাতের নখের খেয়াল রাখা উচিত প্রয়োজনে ট্রিটমেন্ট করানো উচিত। নখ ফাইল করা ভালো করে নখ কাটা পরিষ্কার রাখা এগুলো একটু বেশিই করা উচিত। অনেক মানুষের নখের রোগ থাকে নখ ফুলে যাওয়া, নখ পঁচে যাওয়া, নখ ভঙ্গুর হওয়া, নখ মরে যাওয়া এগুলো থেকে রক্ষা পেতে নখের যত্ন নেয়া উচিত। 

আজকের পোস্টে আপনি সকল টিপস এবং তথ্য পাবেন। 

একটি সুন্দর হাত তখনি সবার নজরে আসে যখন তার হাতের নখগুলো অনেক সুন্দর হয়। অনেকেই ভেবে থাকে নখ বড় রাখা মানেই সুন্দর নখ এটা সম্পূর্ণ ভুল ধারনা। আপনার নখ তখনি সুন্দর হবে যখন আপনার নখ সুস্থ থাকবে। আপনার হাত অনেক সুন্দর কিন্তু নখ গুলে সুন্দর না তাহলে কিন্তু নখের কারণে আপনার হাত অসুন্দর লাগবে। আপনার নখ সুন্দর করতে হলে অনেক যত্নশীল হতে হবে নিয়মিত পরিস্কার বা ক্রিম লাগতে হবে।     

 লজ্জা স্থানের দাগ দূর- black-spots-remove

মেদহীন শরীর পেতে- get-fat-free-body 

নখ সুন্দর করার সেরা ২০টিপস

১/ একটিblack-spots-remove অল্প পরিমান অলিভ অয়েল মিশিয়ে আপনার নখে লাগান।  ১/২ ঘন্টা পর নখ ধুয়ে ফেলুন এবং পাতলা কিছু দিয়ে মুছে নিন। 

২/ হালকা গরম পানিতে লেবর রস নিয়ে তাতে কিছুক্ষণ নখ ভিজিয়ে রাখুন এতে নখের গোরা শক্ত হবে। 

৩।। নখ বেশি বড় রাখা ঠিক না এতে ভেঙে যাবার সম্ভাবনা রয়েছে। তেল চর্বি জাতীয় খাবার হাত দিয়ে খাওয়ার পর হাত ভালো করে ধুয়ে নিবেন।    

৪/ গোসল করার সময় একটি ব্রাশে কিছুটা সাবান নিয়ে আপনার নখে ব্রাশ করুন এতে নখের কোনায় ময়লা থাকলে উঠে যাবে। 

৫/ রাতে ঘুমানোর সময় নখে ভালো ব্রান্ডের ক্রিম লাগিয়ে ঘুমান এতে নখের উজ্জ্বলতা বাড়বে। 

৬/ রিমুভার ব্যাবহারের পর  নখে ভালো ক্রিম লাগান। 

৭/ নেইল পলিশ বেশি লাগানো ঠিক না তার পরেও আপনি যদি নেইলপালিশ লাগান তার আগে নখ ভালো করে পরিষ্কার করে নিবেন। 

৮/ হালকা গরম কুসুম পানিতে লেবু, শ্যাম্পু, লবন মিশিয়ে আপনার নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।  কিছুক্ষণ পর নখ পাতলা কাপর দিয়ে মুছে নখে কোন ভালো ময়শ্চারাইজিং লোশন লাগান। 

৯/ দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকেরই থাকে এই অভ্যাস দূর করুন। 

১০/ নখ কাটার আগে কিছুক্ষন নখ ভিজিয়ে রাখুন এতে নখ ভালো ভাবে কাটতে পারবেন। 

১১/ নখ বেশিক্ষণ পানিতে থাকলে  নখ ফুলে যায় এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। 

১২/ নেইল পলিশ উঠানোর সময় ধারালো কিছু ব্যবহার করবেন না এতে নখে দাগ পরতে পারে। 

১৩/ কোন শক্ত কিছু ধরার সময় নখ দিয়ে জোরে প্রেশার দিবেন না এতে নখের গোড়ায় সমস্যা হতে পারে। 

১৪/ পুষ্টি কর খাবার খেলে ভালো নখ পাওয়া যায় এবং নখ মজবুত হয়। 

১৫/ রাতে ঘুমানোর  নখে নারিকেল তেল লাগাতে পারেন।  নখে যদি বেশি কোন সমস্যা থাকে তালে ডাক্তারের পরামর্শ নিতে পারেন।           


১৬/ অনেকেই নখে আগলা নখ লাগান এটা কিন্তু ঠিক না ক্রমাগত এমন চলতে থাকলে আপনার নখে ইনফেকশন হতে পারে। 
 
১৭/ যাদের নখ নরম তারা নখের ভাঙন বন্ধ করতে নখ ফাইল করে রাখবেন এবং ধাতব ফাইলার ব্যবহার না করাই ভালো।

১৮/ ভিটামিন-বি, প্রোটিন, ক্যালসিয়াম যুক্ত খাবার খান কারণ পুষ্টিকর খাবারের অভাবে নখ নরম হয়ে যায়।

১৯/ যাদের বেশি নেইলপালিশ করার অভ্যাস আছে তারা নেইলপালিশ বেশি দিনের জন্য লাগান কারণ বার বার নেইলপালিশ উঠালে নখের সমস্যা হয়।   

২০/ অনেকের নখের রঙ হলুদ থাকে নখ উজ্জ্বল এবং সাদা করতে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে নখে লাগাতে পারেন এতে নখ উজ্জ্বল হবে।
      
নখকে কখনো আপনার যন্ত্র হিসাবে ব্যবহার করতে যাবেন না এবং বড় নখ থাকলেই যে সুন্দর সেটাও কিন্তু না। তাই আপনি আপনার শরীরের প্রতি যতটা যত্নশীল ততটা নখের প্রতি যত্নশীল হন।
স্তন বড় করার উপায়- how-to-make-girls-breasts-bigger-and-tighter