হাত-পা ও মুখ ফর্সা করার আশ্চর্যজনক উপায়
![]() |
Hands-feet-and-mouth-beautify |
আমাদের মুখের ত্বকের মত শরীরে ত্বক হয় না কারণ আমারা মুখের যতটা যত্ন নেই শরীরের অন্য অন্য ত্বকের তেমন যত্ন নেই না। অনেকের মুখ খুবই উজ্জ্বল ও সুন্দর থাকে কিন্তু তাদের হাত পা গলায় কালো ছোপ ছোপ দাগ থেকে যায়। এই সমস্যাটি অনেক মানুষকে লজ্জায় ফেলে দেয় । বাড়িতে বসে নিয়মিত যত্ন নিলে এই সমস্যাটি খুব অল্প সময়ের ভিতর চলে যাবে এবং আপনার হাত পা গলা হবে অনেক উজ্জ্বল।
মাত্র ৭দিনে হাত-পা ও মুখের কালো দাগ দূর করুন
হাত পা শরীর এগুলো আমাদের দেহের বাহিরের অঙ্গ। দেহের সৌন্দর্য এগুলোর মাধ্যমে অনেকাংশে প্রকাশ পায়। প্রায় মেয়েরাই সব সময় যত্ন নেয় নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য। আপনার শরীরের বিভিন্ন অঙ্গ যখন ফর্সা থাকবে তখন আপনাকেও খুব সুন্দর লাগবে। তাই আপনি রূপচর্চা শুধু মুখেই না করে শরীরের অন্য অন্য অঙ্গের প্রতিও নজর দিন। বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে ত্বকের জন্য অরিজিনাল প্রডাক্ট পাওয়া খুবই দুষ্কর হয়ে পরেছে।
চারদিকে যেই হারে ভেজাল পন্য বেড় হচ্ছে এর ভিতরে পন্য পাওয়া একটু কঠিন। আপনি বাহিরের প্রডাক্টের কথা না ভেবে প্রকৃতিক ভেষজ উপায়ে নিজের ত্বকের যত্ন নিতে পারেন। প্রচীন কাল থেকেই ভেষজ উপায়ে রূপচর্চার প্রচলন চলে আসছে। দেশে অনেক হারবাল ভেষজ প্রডাক্ট ও রয়েছে যেগুলোর চাহিদাও খুব ভালো। সৌন্দর্যের বিকাশ ঘটাতে সকল রূপচর্চা করা উচিত রূপচর্চা মানে সুন্দর হওয়া না। রূপচর্চা মানে ত্বকের যত্ন নেয়া নিজের ত্বক ভালো রাখা।
আপনার যদি ত্বকে ছোপ ছোপ কালো দাগ থাকে তাহলে দেখে নিন কিভাবে সহজ উপায়েে ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল করবেন।
হাত-পা ও মুখের কালো দাগ দূর করার উপায়
* আপনি যখন কাজে বাহিরে যাবেন কাজ শেষে ঘরে আসার পর হাত পা ধুয়ে টক দই লাগান দেখবেন বাহিরের পোড়া দাগ কমে যাচ্ছে।
* নিয়মিত পায়ে ভেসলিন লাগান দেখবেন হাত পা অনেকটা কোমল হয়ে গেছে এবং কালচে ভাব চলে গেছে।
* হাত পায়ের কালো দাগ দূর করতে একটি ভিটামিন-ই ক্যাপ নিন তার পর লেবুর রস গ্লিসারিন এবং কাঁচা দুধের সাথে ভিটামিন-ই ক্যাপ লিকুইড টা মিশান। প্রতিদিন গোসলের আগে মিশ্রনটি ম্যাসাজ করুন দেখবেন হাত পা উজ্জ্বল হবে।
* সরিষার তৈল প্রচীন কাল থেকেই মানুষ গায়ে দিচ্ছে কারণ এটা ত্বক খুব ভালো রাখে । আধুনিক যুগে বাহারি কসমেটিকস এর কারণে সরিষার তৈল মাখাটা কমে গেছে। সরিষার তৈল গায়ে মাখা খুব উপকারী এটি ত্বক খুব ভালো রাখে।
* রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন ক্রিম লাগাবেন এবং গোসলের পরে গায়ে এবং হাতে পায়ে ভাল ক্রিম লোসন বা ভেসলিন লাগাবেন।
* খুব তারাতাড়ি কালো দাগ দূর করতে বাদাম তেল এর সাথে এলোভেরা জেল মিশিয়ে হাতে পায়ে মাখুন।
* শশার রস রূপচর্চার কাজে বেশি ব্যবহার হয় তাই শশার রসের সাথে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে হাতে পায়ে মাখুন ।
* টমেটো ও আলুর রস প্রকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে তাই চাইলে এগুলোর রস হাতে পায়ে মাখতে পারেন।
* ঘারের কালো দাগ দূর করতে উপটান কাঁচা দুধ ও কাঁচা হলুদ বাটা মিশিয়ে প্যাক তৈরী করুন এবং গলায় লাগান।
* চন্দন, মুলতানি মাটি, কাঁচা হলুদ বাটা ও মধু মিশিয়ে প্যাক তৈরী করুন এবং সপ্তাহে ২/৩ বা ব্যবহার করুন। মাএ এক মাস নিয়মিত ব্যবহার করুন তার পর দেখুন ফলাফল।
কালো পা সুন্দর করার আরো কিছু উপায়
ত্বকের কালো দাগ দুর করার সহজ উপায়
আপনার মুখ দেখতে অনেক ফর্সা আপনি দেখতেও খুব সুন্দর কিন্তু আপনার হাতে এবং পায়ে কালচে ভাব আছে। এই কালচে ভাবের জন্য কত যায়গাই না লজ্জায় পরতে হয়। আপনার হাতে এবং পায়ে যদি কালচে ভাব থাকে তাহলে এই পোস্ট আপনার জন্য। আমাদের দেশের অনেক মানুষ হাত এবং পা সুন্দর করার জন্য অনেক ক্রিম ব্যবহার করে থাকে কিন্তু কখনো কি যাচাই করেছেন এগুলো আপনার স্কিনের জন্য কতোটা ক্ষতিকর। কিছু কিছু মানুষ বাহিরের ক্রিম এর চাইতে প্রকৃতিক ভাবে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকেন।
আপনার হাত এবং পায়ের যদি কালচে ভাব থাকে তাহলে ঘরোয়া কিছু পদ্ধতি প্রয়োগ করুন। বাহিরের ক্রিম এর চেয়ে ঘরোয়া পদ্ধতি আপনার জন্য ভারো হবে এবং স্কিনের ওপর কোনো খারাপ প্রভাব পরবে না।
মুখের কালো দাগ দূর করতে কেমন যত্ন নেয়া উচিত
মুখের জন্য যতটা যত্নশীল হওয়া উচিত তেমনি শরীরের হাতের পায়ের প্রতি ও যত্নশীল হওয়া উচিত। অনেকেই এই সমস্যা নিয়ে খুবই চিন্তিত থাকে। শরীরের সৌন্দর্য বলতে শরীরের প্রতিটা অঙ্গ ই বুঝায় সেখান থেকে হাত পাও বাদ পরে না। হাতের পায়ের কালচে দাগ থাকাটা একটু স্বাভাবিক ব্যপার তাই এর যত্নটাও স্পেশাল ভাবে নেয়া উচিত। যার হাত পা সুন্দর তার প্রতি সবারই ভালো লাগা কাজ করে আর তাই বহু মেয়েরাই হাতের পায়ের জন্য যত্নটা একটু বাড়িয়ে দেয়।
নিয়মিত যত্নশীল হলে হাত পা সুন্দর হবে পাশাপাশি নিজের কাছে ভালো লাগাও কাজ করবে। যাদের মুখের তুলনায় হাত পা একটু বেশি কালো তারা বিভিন্ন যায়গায় একটু বেশি লজ্জায় পরতে হয়। হাত পায়ের সৌন্দর্যের মাধ্যমেই তার সৌন্দর্যতা বুঝা যায়।
ছেলেদের চাইতে মেয়েরা একটু বেশিই তৎপর থাকে এই বিষয়টি নিয়ে তবে ছেলেদের যত্ন নেয়াও বেশি প্রয়োজন। সব মেয়েরাই চায় তাদের শরীরের সৌন্দর্যতা একটু বাড়াতে যেনো একটু বেশি সুন্দর লাগে। আপনার যদি এইরকম সমস্যা থাকে তাহলে পোষ্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে।
হাত-পা ও মুখের কালো দাগ সুন্দর করার ঘরোয়া উপায়
# মধু এবং শশার রস মিশিয়ে পেস্ট তৈরী করুন এবং নিয়মিত হাতে পায়ে লাগান। আপনার হাত এবং পায়ের সৌন্দর্য মাএ সাত দিনই লক্ষ করতে পারবেন।
# ওলিভ-ওয়েল দিয়ে নিয়মিত ম্যাসাজ করতে পারেন এতে হাত পা ফর্সা হওয়ার পাশাপাশি হাত পা অনেক কোমল হবে।
# লেবুর রস এবং শশার রস মিশিয়ে পেস্ট তৈরী করুন তারপর হাতে পায়ে লাগিয়ে ম্যাসাজ করুন।
# ত্বকে দই লাগালে ত্বক অনেক সুন্দ এবং কোমল হয়।
# নারিকেলের পানি বা ডাবের পানি নিয়মিত হাতে পায়ে লাগিয়ে কিছুক্ষন ঘষতে থাকুন ত্বক পরিষ্কার হয়ে যাবে।
# লেবু কেটে টুকরো করে তাতে চিনি নিয়ে যেইখানে যেইখানে বেশি কালো সেইখানে ঘসুন ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে কঠিন কালো দাগ চলে যাবে।
হাত-পা ও মুখের কালো দাগ দূর করার আরো কিছু উপায়
# টমেটো ব্লেন্ড করে তা হাতে পায়ে মেখে দিতে পারেন এতে ত্বক খশখশে ভাব চলে যাবে।
# আপনার ত্বক যদি তেলতেলে ভাব থাকে তাহলে ডিমের সাদা অংশ একদিন পর পর হাতে পায়ে মাখুন এর কার্যকরীতা আপনি নিজেই টের পাবেন।
# মূলতানি মাটি এবং চন্দন ত্বকের জন্য অনেক উপকারী আপনি দুটো এক সাথে মিশিয়ে ত্বকু লাগাতে পারেন।
# দুধ আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি ত্বকের জন্যও অনেক উপকারি। কাঁচা দুধ ত্বকের জন্য অনেক উপকারী।
# কমলালেবুর খোসা ত্বকের জন্য অনেক উপকারী । কমলালেবুর খোসা বেটে হাতে পায়ে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
# আলুর খোসা ত্বকের জন্য অনেক উপকারী এবং ত্বক কোমল করে।
# বিভিন্ন ফলের খোসা বেটে হাতে পায়ে লাগাতে পারেন।
# ভালো ব্রান্ডের সানস্ক্রিন লোশন লাগাতে পারেন নিয়মিত।
এই ঘরোয়া পদ্ধতি গুলো প্রয়োগ করুন আশা করি আপনার হাত পায়ের কালচে ভাব চলে যাবে এবং সুন্দর ও কোমল হবে।