Skip to content Skip to sidebar Skip to footer

বাচ্চাদের মেধা বিকাশের জন্য শিক্ষামূলক অ্যাপস বিনামূল্যে


বাচ্চাদের মেধা বিকাশের জন্য শিক্ষামূলক অ্যাপস
চিত্রঃ বাচ্চাদের শিক্ষামূলক অ্যাপস


বাচ্চাদের মেধা বিকাশের জন্য শিক্ষামূলক অ্যাপ্লিকেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ। এসকল শিক্ষামূলক অ্যাপস বাচ্চাদের পড়াশোনায় অনেক আগ্রহী করে তোলে। পাশাপাশি বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং কম বয়সী একটি বাচ্চা মেধা বিকাশে অগ্রসর হয়। 


আপনি হয়তো লক্ষ্য করবেন যে শিশুরা পড়াশোনায় অমনোযোগী থাকে তারা মোবাইলে গেম খেলা বেশি মনোযোগী হয়। পড়াশোনার চেয়েও যে সকল বাচ্চারা মোবাইল গেমস এর প্রতি মনোযোগী বেশি হয় তাদের জন্য এই সকল দুর্দান্ত সাহায্যকারী। 


আপনার বাচ্চা যখন মোবাইলে গেম খেলবে তখন রেপ্লিকেশন গুলো ইন্সটল করে দিতে পারেন। এক্ষেত্রে সে গেমস এর পাশাপাশি অনেক কিছু শিখতে পারবে। এসকল অ্যাপ্লিকেশনগুলোর ভেতরে রয়েছে গেমস এর আদলে তৈরি করা শিক্ষামূলক অনেক কিছু যেগুলো পাঠ্যবইয়ে পাওয়া যায়। 

>


এই অ্যাপ্লিকেশনগুলোর ভিতরে রয়েছে বাংলা ইংলিশ গণিত এবং সাধারন জ্ঞান মূলক অনেক পড়াশোনা যেগুলো বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে অ্যাপ্লিকেশনগুলো সন্তানদের মেধা বিকাশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 


তাছাড়া অ্যাপ্লিকেশনগুলো এমনভাবে ব্যবহার করা হয়েছে যে কোন বাচ্চা এসকল অ্যাপ্লিকেশনগুলোর প্রতি আকৃষ্ট হবে এবং এর পাশাপাশি পড়াশোনা শিখতে পারবে। একটি বাচ্চা এই এপস গুলির মাধ্যমে তার আইকিউ শক্তি অনেকবৃদ্ধি করতে পারে।

বাচ্চাদের জন্য শিক্ষামূলক অ্যাপস- ৫ বছরের ছোটো


বাচ্চাদের মেধা বিকাশের জন্য শিক্ষামূলক অ্যাপস যথেষ্ট উপকারী। একটি বাচ্চা যখন চার বছর থেকে পাঁচ বছরে পা রাখে তখন তার জন্য বিভিন্ন জ্ঞানের প্রয়োজন হয়। আস্তে আস্তে তার ব্রেনে বিভিন্ন পড়াশোনা বা আইকিউ ধরনের কিছু তার ব্রেনে ঢুকানো উচিত। 



কেননা একটি বাচ্চার ৫/৬ বছরের সময় পড়াশোনার প্রতি আগ্রহী করার সময়। এই সময় যেসকল বাচ্চাদের পড়াশোনা ভালোভাবে বোঝানো সম্ভব তারাই পরবর্তীতে ভাল ছাত্র-ছাত্রি হতে পারে। কেননা এই বয়সেই শিখানোর বয়স। 



বর্তমান পেক্ষাপটে দেখা যায় এই বয়সে বাচ্চাদের একটি সমস্যা থাকে তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে। দেখা যায় তারা মোবাইলে বিভিন্ন রকম গেমস  বা কার্টুন এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে। 



আপনার বাচ্চা যদি এরকম হয়ে থাকে তাহলে এই সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি ইন্সটল করে দিন। আপনার বাচ্চা গেমস গুলোর পাশাপাশি ওই বয়সেই বিভিন্ন কিছু শিখতে শুরু করবে। 



বিভিন্ন ধরনের পাঠ্যবইয়ের কিছু পড়াশোনা যেগুলো খুবই প্রয়োজনীয় এবং পাশাপাশি অনেক দক্ষতা সম্পন্ন জ্ঞান অর্জন করতে পারবে।



বাচ্চাদের জন্য পাঁচটি শিক্ষামূলক অ্যাপস


এই পোস্টে বাচ্চাদের মেধা বিকাশের জন্য পাঁচটি শিক্ষামূলক অ্যাপস নিয়ে আলোচনা করব যেগুলো আপনার বাচ্চাদের জন্য অনেক উপকারী। তাছাড়া অ্যাপ্লিকেশনগুলো আপনাদের বাচ্চারা খুব সহজেই ব্যবহার করতে পারবে। 


মেধা বিকাশের জন্য সকল অ্যাপস গুলো আপনার বাচ্চার জন্য 100% কার্যকরী ভূমিকা পালন করবে। এই গেমগুলির মাধ্যমে আপনার শিশু একদিকে প্রচুর আনন্দ পাবে এবং অন্যদিকে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে।


আপনার বাচ্চারা সহজেই এই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে। তদুপরি, এই পাঁচটি বাচ্চা শেখার অ্যাপগুলি একটি সোজা পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এই জাতীয় সিস্টেমে তৈরি অ্যাপস, বাচ্চারা এতে খুব আকৃষ্ট হবে। তাই আসুন আমরা পাঁচটি অ্যাপ্লিকেশন দেখি যা বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ।



1. Baby ABC Box Kids Learning Apps


বাচ্চাদের জন্য এবি বিসি বক্স একটি প্রয়োজনীয় অ্যাপ। এই অ্যাপটি বান বাম্বিনি নামে একটি সংস্থা তৈরি করেছে। বাচ্চাদের লেখাপড়ার কথা মাথায় রেখে তারা এই সুন্দর অ্যাপটি তৈরি করেছে।


এই গেমের মাধ্যমে দুই লক্ষেরও বেশি শিশু প্রচুর জ্ঞান অর্জন করেছে। এবিসি বক্স নামের অ্যাপটির রেটিং পয়েন্ট রয়েছে এবং এটি বেশ ভাল।


বক্স এবিসি কিডস লার্নিং অ্যাপসের গ্রাফিকগুলি সুন্দরভাবে সাজানো হয়েছে, যা বাচ্চারা অনেক পছন্দ করবে। এছাড়াও, অ্যাপ্লিকেশন বৈশিষ্ট্যগুলি এমনভাবে সেট করা হয়েছে যাতে কোনও শিশু খুব সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারে।


অ্যাপের অভ্যন্তরে, ইংরাজির বর্ণগুলি দিয়ে তৈরি অনেকগুলি শব্দ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই অ্যাপসটিতে এত সুন্দর ডিজাইনের করা হয়েছে যা যে কোন বাচ্চা এটি পছন্দ করবে। তাছাড়া কিছু কার্টুন এর আদলে তৈরি করা অ্যাপস টির মাধ্যমে বাচ্চারা খুব সহজেই প্রচুর জ্ঞান অর্জন করতে পারবে।


এই অ্যাপসটি ভিতর ইংরেজি অক্ষর গুলো অনেক সুন্দর ভাবে দেয়া রয়েছে এবং গেমস এর আদলে দেয়া রয়েছে যা বাচ্চারা দেখে অনেক খুশি হওয়ার পাশাপাশি ইংলিশ ওয়ার্ডগুলো শিখতে পারবে


অ্যাপটিতে কিছু সুন্দর কার্টুন রয়েছে যা শিশুদের তাদের প্রতিভা বিকাশে সহায়তা করে। আপনার শিশু যদি গেমগুলির প্রতি আরও আকৃষ্ট হয় তবে এই অ্যাপটি ইনস্টল করুন। আপনি বিভিন্ন সাইটে অ্যাপ্লিকেশনটি পেতে পারেন তবে গুগলে অনুসন্ধান করতে পারেন এবং আপনি চাইলে অ্যাপটি ইনস্টল করতে পারেন।



2. ABC Pre School Kids Learning Apps


গুঞ্জন অ্যাপ স্টুডিও কোম্পানি দ্বারা নির্মিত একটি অ্যাপের নাম এবিসি প্রাক-স্কুল। এবিসি প্রি-স্কুল নামে অ্যাপটির মাধ্যমে এক কোটিরও বেশি শিশু জ্ঞান অর্জন করেছে।



অনেক পিতামাতাদের তাদের বাচ্চাদের শেখার জন্য পছন্দের তালিকায় এই অ্যাপ্লিকেশনটি রয়েছে। ফলস্বরূপ, বেশিরভাগ পিতামাতারা তাদের সন্তানের শেখার জন্য এই অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করেন।



এই অ্যাপসটির গ্রাফিক্স এবং সিস্টেম অনেক সহজ যা বাচ্চাদের জন্য সাহায্যকারী। তাছাড়া বাচ্চাদের মেধা বিকাশের জন্য এই অ্যাপসে অনেকগুলো সিস্টেম রয়েছে যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করবে।



যদি আপনার শিশু আঁকার বিষয়ে আরও আগ্রহী হয় তবে আপনি এই অ্যাপটি ইনস্টল করতে পারেন। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে, শিশুরা দ্রুত হাতে ছবি আঁকতে পারে।



তদুপরি, ইংরেজি বর্ণগুলিতে অনেকগুলি সাজানো ছবি রয়েছে যা দেখে বাচ্চারা নাম বলতে পারে। সুতরাং, বাচ্চাদের খুব দ্রুত প্রতিভা বিকাশের জন্য এই অ্যাপ্লিকেশনগুলি একটি দুর্দান্ত সিস্টেম।


এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বাচ্চারা কি কি শিখতে পারবে তার একটি ছোট বর্ণনা নিচে দেয়া হল।

বর্ণমালা শেখা

সংখ্যা

লাইন সংশোধন

রঙ

কার্যপত্রক

অঙ্কন

অনুশীলন করা

এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যা আপনার সন্তানের পক্ষে খুব সহায়ক। আপনি প্লে স্টোর সহ অনেক সাইটে বিনামূল্যে বিবিসি প্রাক-স্কুল অ্যাপ্লিকেশনগুলি পাবেন। এই অ্যাপ্লিকেশনটি বাচ্চাদের জন্য সেরা বাচ্চাদের শেখার অ্যাপ্লিকেশন।


3. Kids Brain Apps & Trainer


বাচ্চাদের ব্রেন-অ্যাপস বাচ্চাদের মস্তিস্কের বিকাশের জন্য প্রয়োজনীয়। কিডস ব্রেন অ্যাপটি ভিডিও নামে একটি সংস্থা তৈরি করেছে। বাচ্চাদের মেধা বিকাশের জন্য এই এ্যাপস টি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সকল বাচ্চাদের বয়স চার বছরের নিচে।


কিডস ব্রেন অ্যাপের মাধ্যমে এক কোটিরও বেশি বাচ্চা প্রচুর জ্ঞান অর্জন করে। উপরন্তু, অ্যাপ্লিকেশনগুলিতে বাচ্চাদের জন্য খুব দুর্দান্ত গ্রাফিক্সের কাজ রয়েছে।


অ্যাপটি ব্যবহার করে বাচ্চারা রঙ সম্পর্কে একটি দুর্দান্ত ধারণা পেতে পারে। বিভিন্ন প্রাণী দেখতে কেমন হয় বা এদের নাম কি এগুলো সম্পর্কে অনেক ভালো ধারণা পাবে।  এছাড়াও বিভিন্ন রকমের সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক ধারণা পাবে।



একটি শিশু এই গেমগুলি খেলে দ্রুত অনেক কিছু শিখতে পারে। এই অ্যাপ্লিকেশনটির গুরুত্বপূর্ণ দিকটি হ'ল এখানে অনেক শিক্ষামূলক ধাঁধা গেমস রয়েছে। অ্যাপসটি ব্যবহারে বাচ্চারা গেমস এর আদলে আঁকাআঁকি করতে পারবে কেননা এই অ্যাপসটি বাচ্চাদের প্রতিভা বিকাশে সহায়তা করে।



অ্যাপসটির ভিতরে কিছু চিত্র দেওয়া থাকবে এগুলো বাচ্চারা হাটতে পারবে। অর্থাৎ হাত দিয়ে মোবাইলের টাচ করে রাখতে পারবে যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। তাছাড়া বিভিন্ন ধরনের রং বা কালার সম্পর্কে অনেক ধারণা পেতে এই এ্যাপস টি অনেক গুরুত্বপূর্ণ।


এই অ্যাপসটি কোনও শিশুর মস্তিস্কে আইকিউ পরিমাণ বাড়ানোর জন্য প্রয়োজনীয়। এর অর্থ হ'ল এই গেমগুলি খেলে বাচ্চারা প্রচুর আইকিউ অর্জন করতে পারবে।



4. Kids Learn Box- Preschool Apps


কিডস লার্নিং বক্স একটি অ্যাপ্লিকেশন যা কিডস অ্যাপ বক্স নামে একটি সংস্থা তৈরি করেছে। এই গেমগুলি খেলে 2 মিলিয়নেরও বেশি শিশু জ্ঞান অর্জন করে।


এই অ্যাপ্লিকেশনটি প্রায় 2 মিলিয়ন এর অধিক বাচ্চারা ব্যবহার করে অনেক জ্ঞান অর্জন করেছে। এই অ্যাপসটি বাচ্চাদের মেধা বিকাশের জন্য অনেকটাই সহায়তা করে। 


অ্যাপ্লিকেশনের গ্রাফিক্স এতটাই সুন্দর যে বাচ্চারা এটার প্রতি আকৃষ্ট হবে। তাছাড়া কিডস লার্নিং বক্স অ্যাপ এর রেটিং পয়েন্ট প্রমাণ করে দেয় যে সকল অভিভাবক বা বাচ্চাদের পছন্দের অ্যাপস। এটির ভেতরে ধরনের শিক্ষামূলক সিস্টেম রয়েছে যেগুলো অনেক সহজ এবং বাচ্চাদের জন্য সাহায্যকারী।


 সিস্টেমের মাধ্যমে তারা তাদের মেধা বিকাশে করতে পারবে। অর্থাৎ সিস্টেমে বাচ্চারা পড়াশোনা শিখতে পারব  এবং কিছু ইংরেজি অক্ষর থাকবে যেগুলো বাচ্চারা চিত্র দেখে মিলিয়ে নেবে। অর্থাৎ ইংরেজি অক্ষর দিয়ে কি কি শব্দ তৈরী হতে পারে সেখানে বাচ্চারা খুব সহজে শিখতে পারবে। 


আপনি অভিভাবক হিসেবে তাদের কে শিখিয়ে দিতে পারেন পরবর্তীতে তারা এটা ব্যবহার করেই অনেক জ্ঞানমূলক টপিক শিখতে পারবে। 

এখানে কি কি রয়েছে সেগুলো নিচে বর্ণনা দেয়া হলো 


চিত্র দেখে দেখে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গণনা


 ফটো ছবি দেখে বর্ণমালা পূরণ করা 


বিভিন্ন ধরনের গেমস চিত্র গণনা করে বের করা


 চিত্র দেখে সংখ্যা গণনা নির্ণয়


ঘড়ির কাটার সময়


বিভিন্ন কুইজ 


মাসের নাম 


ঘড়ির কাটার সময়


সাপ্তাহিক দিনগুলি  এছাড়াও আরও অনেক কিছু শিখতে পারবে



5. Kids Matching Learn Apps


কিডস ম্যাচিং লার্ন অ্যাপস বাচ্চাদের জন্য অন্যতম একটি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটি বাচ্চাদের টেবিল সম্পর্কে বুঝাতে সহায়তা করে। অর্থাৎ চিত্র দেখে অক্ষর মিলানো সহায়তা করে। 


এই অ্যাপসটি বাচ্চাদের আইকিউ শক্তি বাড়াতে অনেক সহায়তা করে। ব্রেনের বুদ্ধি বাড়ানোর জন্য এই অ্যাপসটি ব্যবহার করা উচিত। প্রায় তিন মিলিয়ন এর অধিক বাচ্চারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে জ্ঞান অর্জন করেছে।  



অ্যাপসটির এর ভিতরে সিস্টেম অনেক সহজ ও সুন্দর। এই অ্যাপসটির মাধ্যমে বাচ্চারা ৬ সিস্টেমে বিকাশ ঘটাতে পারে। ধরুন একটি ইংরেজি অক্ষর দিয়ে কি কি হতে পারে সেখানে বাচ্চারা শিখতে পারবে এবং সুন্দরভাবে সাজানো রয়েছে।



বাচ্চাদের জন্য গণিত শিক্ষাঃ এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে বাচ্চারা গণিত সম্পর্কে অনেক ধারণা নিতে পারে অর্থাৎ গণিতের প্রাথমিক যে টপিক গুলো রয়েছে সেগুলো খুব দ্রুত শিখতে পারে তাছাড়া অ্যাপসটিতে কিছু চিত্র রয়েছে পাশাপাশি প্রতিটা চিত্রের সংখ্যা গণনা এখানে বাচ্চারা করতে পারে এর ফলে মাছেরা গণিতের প্রাথমিক যে ধাপগুলো সেটা এই বয়সেই শেষ করতে পারে


বাচ্চাদের চিত্র অংকনঃ এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে বাচ্চারা গণিত সম্পর্কে অনেক ধারণা নিতে পারে অর্থাৎ গণিতের প্রাথমিক যে টপিক গুলো রয়েছে সেগুলো খুব দ্রুত শিখতে পারে তাছাড়া অ্যাপসটিতে কিছু চিত্র রয়েছে পাশাপাশি প্রতিটা চিত্রের সংখ্যা গণনা এখানে বাচ্চারা করতে পারে এর ফলে মাছেরা গণিতের প্রাথমিক যে ধাপগুলো সেটা এই বয়সেই শেষ করতে পারে


বাচ্চাদের রং সম্পর্কে ধারনাঃ এই এপসটি ব্যাবহার এর বাচ্চারা বিভিন্ন রং সম্পর্কে ধারণা পাবে। ধরুন অ্যাপসটির ভিতরে বিভিন্ন কালারের রং রয়েছে এবং রং গুলো দেখে তাদের বাছাই করতে হবে কোনটা কি কালারের রং। ফলে তারা খুব সহজেই বিভিন্ন রং এর কালার সম্পর্কে খুব ভালো ধারণা পাবে।



ঘড়ির সময়ের কাঁটা নির্ধারণঃ একটি বাচ্চার খুব কম বয়স থেকেই ঘড়ির কাটা সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো দেওয়া উচিত কেননা এই বয়সেই শেখার সময় এবং এ বয়সে ব্রেন অনেক সাহস থাকে যা শিখতে অনেক সহায়তা করে।


আপনাদের বাচ্চাদের মেধা বিকাশের জন্য এসকল শিক্ষামূলক অ্যাপস অনেক গুরত্বপূর্ণ। আপনি যদি আপনার বাচ্চাকে একজন মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে তৈরী করতে চান তাহলে চার থেকে পাঁচ বছর বয়সের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলো ইন্সটল করে তাদের দিতে পারেন। 


যেসকল বাচ্চারা বই পড়ার প্রতি ভালো আগ্রহ থাকে তাদের অ্যাপ্লিকেশনগুলোর ইন্সটল করে দেয়ার প্রয়োজন নেই। এগুলো তাদের জন্য যেসকল বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত থাকে। 


অর্থাৎ যে সকল বাচ্চারা মোবাইলে কার্টুন দেখতে পছন্দ করে সে সকল বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেশনগুলো অনেক সহায়ক হবে। একটি বিষয় মাথায় রাখা উচিত এই সকল অ্যাপস বাচ্চাদের কাছে সব সময় দিবেন না যখন বাচ্চারা অবসর সময় কাটাবে তখন তাদের অ্যাপ্লিকেশনগুলো দিতে পারেন। 


আপনি উপরের অ্যাপস গুলো যেগুলো বাচ্চাদের মেধা বিকাশের জন্য শিক্ষামূলক অ্যাপস এগুলো আপনি তাদের ইন্সটল করে দিতে পারেন। আপনাদের কোন মতামত থাকলে নিচে কমেন্ট করতে পারেন।