মোবাইলের ডিসপ্লে দিয়ে LED লাইট- আশ্চর্যজনক
![]() |
চিত্রঃ LED লাইট |
মোবাইলের নষ্ট ডিসপ্লে দিয়ে আবার কিভাবে রিচার্জেবল এলইডি লাইট বানানো যায়। আপনার মোবাইলের নষ্ট পড়ে থাকা ডিসপ্লে দিয়ে খুব সহজেই হাই কোয়ালিটির রিচার্জেবল এলইডি লাইট তৈরি করে নিতে পারেন।
আপনি হয়তো বিভিন্ন ভিডিও বা বিভিন্ন সাইটে দেখে থাকবেন ইলেকট্রনিক্স অনেক জিনিসপত্র দিয়ে রিসাইকেলিং করে নতুন নতুন ব্যবহার করার জিনিস তৈরি করা হয়।
আপনি যদি ইলেকট্রনিক্স এর প্রতি ভালো জ্ঞান থাকে তাহলে আপনি এসকল নষ্ট ইলেকট্রনিক্স এর জিনিসপত্র দিয়ে রিসাইকেলিং করে নতুন করে কোন কিছু তৈরি করতে পারেন। এর ফলে আপনার নতুন নতুন কিছু অভিজ্ঞতা ও হবে।
নষ্ট ডিসপ্লে রিসাইক্লিং করে এলইডি লাইট
নষ্ট মোবাইলের ডিসপ্লে কালেক্ট করে সেগুলো দিয়ে খুব সহজেই মাত্র 15 থেকে 20 টাকা খরচ করে খুব সুন্দর এলইডি লাইট বানানো সম্ভব। তাছাড়া এ লাইটের আলো খুব সুন্দর এবং স্বচ্ছ হয়। অনেকেই ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করেন তাদের জন্য এটা খুবই সহজে।
অনেকেই বিভিন্ন মোবাইল সার্ভিসিং করে তাদের কাছে নষ্ট এলসিডি ডিসপ্লে থাকে তারা চাইলেই এই সকল ডিসপ্লের মাধ্যমে খুব সহজেই এলইডি লাইট বানাতে পারেন।
বর্তমান সময়ে ইলেকট্রনিক্স এর উপর চাপ কমাতে আমরা যদি পুরনো ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহৃত জিনিসপত্র দিয়ে রিসাইকেলিং করে নতুন করে কিছু তৈরি করতে পারি তখন বিষয়টি অনেক ভালো হয়।
আরো দেখুনঃ
>তারযুক্ত হেডফোন থেকে ব্লুটুথ হেডফোন তৈরি পদ্ধতি
যে সকল পুরনো ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আমরা ফেলে দেই সেগুলো দিয়েই খুব সুন্দর করে নতুন উপায়ে অন্য কিছু করা সম্ভব। তেমনি একটি পদ্ধতির রিচার্জেবল এলইডি লাইট বানাতে পারবেন। নষ্ট মোবাইলের ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে দিয়ে এলইডি লাইট বানাতে পারবেন।
যেকোনো ডিসপ্লে দিয়ে পাঁচ মিনিটেই এলইডি লাইট তৈরি
এই পোস্টটি পড়লে আপনারা জানতে পারবেন কিভাবে রিচার্জেবল এলইডি লাইট মোবাইলের নষ্ট ডিসপ্লে দিয়ে বানানো যায়। এই পদ্ধতিটি জানতে আপনি পুরো পোস্টটি ভাল করে পড়ুন এবং আপনি নিজের বাসায় ট্রাই করুন।
এসকল এলইডি লাইট আপনি ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ আপনি নিজের বাসায় বসেই বানাতে পারবেন। এক্ষেত্রে আপনার বেশি খরচ হবে না এবং আপনার লাইট বানানো দেখে অনেকেই চমকে যাবে।
মোবাইলের নষ্ট ডিসপ্লে দিয়ে হাই কোয়ালিটি লাইট
LCD ডিসপ্লে -৪টি
একটি ডিভিডি ক্যাসেট- ১টি
3.7 ভোল্ট ব্যাটারি - ১টি
রেজিস্টেন্স - ১টি
ডায়োড - ১টি
সুইচ - টি
নষ্ট এনার্জি বাল্ব - ১টি
চার্জিং ইন্টিগ্রেটর বাল্ব- ১টি
এখানে রিচার্জেবল এলইডি লাইট তৈরি করতে চারটি এলসিডি ডিসপ্লে প্রয়োজন পড়বে। এছাড়া এলইডি ডিসপ্লে আপনার প্রয়োজন মত নিতে পারেন যদি আরো বেশি চান। একটি ডিভিডি ক্যাসেট অর্থাৎ প্লাস্টিক জাতীয় যেগুলো পাওয়া যায় সেগুলো।
প্রয়োজন পড়বে 3.7 ভোল্ট এর ব্যাটারি এখানে আপনি আপনার মোবাইলের ব্যাটারি অথবা যেকোন 3.7 ভোল্ট এর ব্যাটারি নিতে পারেন। এছাড়া প্রয়োজন পড়বে একটি রেজিস্ট্যান্স একটি ডায়েট এবং ছোট একটি নষ্ট এনার্জি বাল্ব।
আপনার কাছে যদি নষ্ট ডিসপ্লে না থাকে সে ক্ষেত্রে আপনি কোন মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে নষ্ট ডিসপ্লে গুলো সংগ্রহ করে নিতে পারেন। তাছাড়া অন্য অন্য উপকরণগুলো আপনি যেকোন ইলেকট্রনিক্সের দোকান পেয়ে যাবেন।
এই এলইডি লাইট আপনার রুমে ব্যবহার করলে সকলে আপনার রুমের দিকে তাকিয়ে থাকবে। কারণ এই লাইটের আলো খুব বেশিও নয় আবার কমও নয়। অর্থাৎ আপনি middle-class আলো পেতে চাইলে এই পদ্ধতিতে লাইট বানিয়ে নিতে পারেন।
নষ্ট ডিসপ্লে দিয়ে এলইডি লাইট তৈরি পদ্ধতি
প্রথমে মোবাইলের ডিসপ্লে গুলো হাতে নিন মোবাইলের ডিসপ্লে গুলোর উপরে যে গ্লাস থাকে সেটা খুলে ফেলুন। মোবাইলের ডিসপ্লের উপরে দেখবেন ছোট ছোট অনেকগুলো বাল্ব রয়েছে সেগুলো ঠিক রেখে উপর থেকে শক্ত গ্লাসের অংশটি খুলে ফেলুন।
গ্লাসটি খোলার পরে দেখবেন অনেকগুলো পাতলা কাগজের মত রয়েছে সেগুলো খুলে ফেলুন। ডিসপ্লের ভিতরে দেখবেন একটি প্লাস্টিকের মোটা আবরণ রয়েছে এবং পিছনে যে অংশটি রেখে বাকী সব ফেলুন।
অর্থাৎ উপরের অংশটুকু খুলুন এরপরে একটি ডিভিডি ক্যাসেট নিয়ে ডিভিডি ক্যাসেট এর উপরের চারটি ডিসপ্লে সুন্দর মত সাজিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিন।
মোবাইলের ডিসপ্লে থেকে পজেটিভ নেগেটিভ অংশ শক্ত করে নিন এবং প্যারালাল পদ্ধতিতে পজেটিভ অংশের সাথে পজিটিভ নেগেটিভ নেগেটিভ যুক্ত করে একটি সার্কিট তৈরি করে ফেলুন।
>ডায়োড সহ অন্য অন্য পার্টসের পজেটিভ নেগেটিভ সনাক্তকরন
এখন একটি এনার্জি বাল্ব নিয়ে বাল্বটির উপরের যে অংশটুকু থাকে অর্থাৎ নিচের অংশটুকু ফেলে দিয়ে উপরে ঢাকনা খুলে নিন। ঢাকনা থেকে সকল অংশ বের করে নিন এরপরে একটি ছোট ব্যাটারি 3.7 ভোল্ট নিয়ে সেটা তার লাগিয়ে নিন।
এনার্জি বাল্ব এর উপরে ঢাকনার উপর একটি সুইচ স্থাপন করুন এবং সুইচের তার গুলোর উপরে ফুটো করে সেখানে ভিতরে নিয়ে আসুন। এরপরে ব্যাটারি থেকে একটি সংযোগ স্থান অর্থাৎ ব্যাটারি পজেটিভ অংশে ডায়োডের পজেটিভ লাগিয়ে নিন।
নেগেটিভ অংশে রেজিস্টেন্স যোগ করুন অথবা সংযোগ করুন। রেজিস্টান্স অংশ থেকে একটি লম্বা তার টেনে চার্জিং সকেট এর পজিটিভ অংশে লাগিয়ে দিন। ডিসপ্লে গুলোর পজেটিভ অংশের সাথে ব্যাটারীর পজেটিভ অংশ ভালো করে সংযুক্ত করে দিন।
ব্যাটারিটি নেগেটিভ অংশে থেকে একটি লাইন বের করে সেটা সরাসরি মোবাইলের নষ্ট ডিসপ্লে গুলোর নেগেটিভ অংশে সংযোগ করুন। এরপরে নেগেটিভ অংশ থেকে আরেকটি লাইন নিয়ে সেটা চার্জিং ইন্ডিকেটর লাইট এর নেগেটিভ দিক এর সাথে সংযোগ করে নিন।
চার্জিং লাইট থেকে একটি লম্বা লাইন টেনে সরাসরি চার্জিং সকেট এর নেগেটিভ অংশে সংযুক্ত করুন। চার্জিং লাইট এ পজেটিভ অংশ থাকবে সেটা রেজিস্ট্যান্স এর সাথে সংযোগ করে নিন এবং ভালো করে সেটি নিয়ে সোল্ডারিং করে নিন।
মোবাইলের নষ্ট ডিসপ্লে গুলোর যখন আপনি তাতাল দিয়ে সোল্ডারিং করবেন তখন অবশ্যই সতর্কতার সাথে করবেন। কেননা কেননা ভালো করে সোল্ডারিং না করলে একটি অংশের সাথে অন্য অংশ লিখে শর্টসার্কিট হতে পারে।
এরপর আপনি আপনার ইচ্ছামত সকল সেটিংস গুলো করে নিন এবং চার্জিং সকেট চার্জ দিয়ে চেকিং করে নিন। যদি চার্জিং লাইট জ্বলে ওঠে তাহলে বুঝতে পারবেন যে চার্জ হচ্ছে এবং তারপর কিছুক্ষণ চার্জ করে আপনি লাইট জ্বালাতে পারেন।
মোবাইলের নষ্ট ডিসপ্লে দিয়ে এলইডি লাইটের যদিও আলো একটু কম কিন্তু অন্ধকারের মধ্যে লাইটের আলো খুব সুন্দর মনে হবে। এলইডি ডিসপ্লে যখন বাল্ব জলে তখন পিছনের যে অংশটি রয়েছে সেটার মাধ্যমে আলোর প্রতিসরণ হয় ব্যাক করে আলো দেয়।
ফলে আলোগুলো খুব সুন্দর মনে হয় তাছাড়া আপনি এই লাইনগুলো চার্জার এর মাধ্যমে সিস্টেম করে নিন। এটি আপনি ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারেন।
আপনার রুমের মধ্যে যখন একটি সিস্টেম বা সেটিংস করে নিবেন তখন রাতের অন্ধকারে খুব সুন্দর মনে হবে। আপনি ব্যাটারির জায়গায় আপনি যদি চার্জারের অংশ নিয়ে লাগিয়ে নিন সে ক্ষেত্রে চার্জারের মাধ্যমে অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে ডিম লাইট হিসেবে কাজ করবে।
এছাড়াও মোবাইলের নষ্ট ডিসপ্লের দিবে আপনি বিদ্যুতের সাহায্যে ডিম লাইটের কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনি মোবাইলের সবগুলো একত্রে করে ডিম লাইটের মত তৈরী করতে পারেন।
কাজগুলো করার সময় অবশ্যই সতর্ক তা নিয়ে কাজ করে কেননা ইলেকট্রনিক্স এর কাজ করার সময় সেফটি নিয়ে কাজ করা অনেক ভালো।
আপনার কাছে যদি মোবাইলের নষ্ট ডিসপ্লে না থাকে তাহলে আপনি একটি এলইডি লাইটের সার্কিট কিনে নিতে পারেন।
ইলেকট্রনিক্স এর দোকানে আপনি অনেক রকমের এলইডি লাইটের সার্কিট কিনতে পাবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী বড়-ছোট কিনে নিতে পারবেন। তবে কিনার সময় আপনি কত ভোল্টের লাইট সেটা চেক করে কিনে নিবেন।
উপরোক্ত পদ্ধতিতে আপনি একটি মোবাইলের নষ্ট ফেলে দেওয়ার ডিসপ্লে দিয়ে খুব সহজেই রিচার্জেবল এলইডি লাইট তৈরি করতে পারবেন পোস্টটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না